পশ্চিমবঙ্গহেডলাইন
কাঁচরাপাড়ায় মোবাইলের দোকানে আগুন

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আগুন লাগল একটি মোবাইলের দোকানে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যে ৭:৩০ নাগাদ ভরা বাজার কাঁচরাপাড়া গান্ধী মোড়ে গণেশ সেট মোবাইলের দোকানে। আর এই আগুন লাগার ফলে পুড়ে যায় দোকানের একাংশ।
এদিকে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। থানার পুলিশ এসে পরিস্থিতি বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণ আসে। এ বিষয়ে ওই দোকান মালিক বিশেষ কিছু না বললেও দোকানে আগুন লাগায় ভেঙে পড়েছেন তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অবধি জানা যায়নি। আগুন লাগার ব্যাপারে দমকলের আধিকারিকরা বলেন, মনে হয় শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে আনে গেছে।