fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কাঁচরাপাড়ায় মোবাইলের দোকানে আগুন

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: আগুন লাগল একটি মোবাইলের দোকানে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যে ৭:৩০ নাগাদ ভরা বাজার কাঁচরাপাড়া গান্ধী মোড়ে গণেশ সেট মোবাইলের দোকানে। আর এই আগুন লাগার ফলে পুড়ে যায় দোকানের একাংশ।

আরও পড়ুন: ‘মন কি বাত’ অনুষ্ঠানে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ওপর জোর প্রধানমন্ত্রী মোদির

এদিকে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। থানার পুলিশ এসে পরিস্থিতি বেশ কিছুক্ষণ পরে নিয়ন্ত্রণ আসে। এ বিষয়ে ওই দোকান মালিক বিশেষ কিছু না বললেও দোকানে আগুন লাগায় ভেঙে পড়েছেন তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অবধি জানা যায়নি। আগুন লাগার ব‍্যাপারে দমকলের আধিকারিকরা বলেন, মনে হয় শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে আনে গেছে।

Related Articles

Back to top button
Close