টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনার গ্রেফতার বেড়ে তিন
নিজস্ব প্রতিনিধি, এগরা (পূর্ব মেদিনীপুর): মোবাইলে টাওয়ারে চুরির ঘটনায় গ্রেফতার বেড়ে হল তিনজন। রাতের অন্ধকারে মোবাইল টাওয়ারে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল মূল পান্ডা। চুরি যাওয়া ব্যাটারি আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। যদিও চুরি যাওয়া টাওয়ারে ব্যাটারি উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশ চুরি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আগেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তদন্তের স্বার্থে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সিন্টু পাত্র এক যুবককে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ৪ জুন এগরা হাট বৈঁইচা এলাকায় রাতের অন্ধকারে মোবাইলের টাওয়ারে একাধিক ব্যাটারি চুরি যায় বলে অভিযোগ। পরের দিন সকালে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। চুরি যাওয়ার ব্যাটারি আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এগরা থানার পুলিশ।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতারে পর কাঁথি আদালত থেকে নিজেদের হেফাজতে নেয় এগরা থানার পুলিশ।দুইজনকে জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে এগরা সেন্টাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে সিন্টুকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।