গুরুত্বপূর্ণদেশশিল্প-বাণিজ্যহেডলাইন
Breaking: Tictok’র পর এবার ভারতে নিষিদ্ধ হল PUBG

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারত চিন উত্তেজনা জেড়ে এবার নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম পাবজি সহ ১১৮ টি অ্যাপ। বুধবার এমনটাই জানান হয় কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে। উল্লেখ্য এই প্রথম নয় লাদাখ সংঘর্ষের জেরে ভারত চিন সম্পর্কে প্রভাব পড়ে ডিজিটাল বানিয়েছে সে সময় টিকটক ইউসি ব্রাউজার সহ একাধিক চিনা ডিজিটাল বন্ধ করেছিল ভারত।
বিস্তারিত আসছে।