ভারতের বাইরেও সমান জনপ্রিয় মোদি, আজ প্রধানমন্ত্রীকে দেখতে মার্কিন বিমানবন্দরে জনতার ঢল

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ভারতের বাইরেও তিনি সমান জনপ্রিয়। তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন বিমানবন্দরে মোদিকে দেখতে জনতার ঢল। ইন্দো-আমেরিকানদের কাছে তিনি পেলেন উষ্ণ অভ্যর্থনা। আপ্লুত প্রধানমন্ত্রীও। তিনি গাড়ি থেকে নেমেই উপস্থিত ভারতীয়দের সঙ্গে হাত মেলান এবং কথা বলেন। করোনা অতিমারির মধ্যে এই প্রথমবার কোনও বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর মূল উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠক। ক্ষমতায় আসার পর এই প্রথমবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বাইডেন৷ ফোনে একাধিকবার দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলেও এই মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ সারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে মোদি কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে আলোচনায় বসবেন। হোয়াইট হাউসের তরফে ২৪ তারিখ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন নরেন্দ্র মোদি৷ সব মিলিয়ে তিন দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। চার রাষ্ট্রনেতার বৈঠকে আফগানিস্তান, ও চিন প্রসঙ্গ থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আজ বিমানবন্দরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বসবাসকারী ভারতীয়দের গোষ্ঠী।