fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

টাকা দিচ্ছেন মোদি আর নাম কিনছেন দিদি,এ অন্যায় আর বরদাস্ত নয়, মহাদেব সরকার

শ্যামল কান্তি বিশ্বাস : টাকা দিচ্ছেন মোদি,আর রাজ্যে নাম কিনছেন দিদি,এ অন্যায় আর বরদাস্ত নয়।কেন্দ্রীয় সরকারের একের পর এক জনহিতকর প্রকল্পের নাম পাল্টে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষ কে ধোঁকা দিচ্ছে, কিন্তু আর না, বাংলার মানুষ কে আর বোকা বানাতে পারবেন না। কেন্দ্রের প্রকল্প স্বচ্ছ ভারত এ রাজ্যে হয়ে গেল নির্মল বাংলা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, দিদিমনি নাম পাল্টে করে দিলেন বাংলার সড়ক যোজনা,বেটি বাঁচাও বেটি পড়াও করেদিলেন, কন্যাশ্রী এই ভাবে রাজ্য চলতে পারেনা। রেশনে চাল,গম দিচ্ছে কেন্দ্র, এদিকে দিদিমনি রাজ্যবাসী কে বিভ্রান্ত করে বলতে শুরু করেছেন,তিনি নাকি ফ্রিতে রাজ্য বাসীকে রেশন দিচ্ছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এত মিথ্যে কথা মানায় না, বাংলার মানুষ কে প্রকৃত তথ্য জানাতে বাড়ি বাড়ি সম্পর্ক যাত্রায় সামিল হতে হবে দলের নেতা কর্মীদের,আজ মেচেদায় দলের সমাবেশ মঞ্চ থেকে এই বার্তা সহ কথাগুলি বলেন ভারতীয় জনতা, কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। তিনি একের পর এক রাজ্য সরকারের কেন্দ্র বিরোধী তথ্য তুলে ধরে বাংলার তৃনমূল সরকার কে তুলোধোনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষণ কৈলাস বিজয় বর্গী। কৈলাসজী তার ভাষণে রাজ্যের জনবিরোধী তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে উপস্থিত কর্মী সমর্থক সহ রাজ্যবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের পিসি ভাইপো সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে এখন থেকেই রাজ্যবাসীকে এক ছাতার নিচে এসে আন্দোলনে সামিল হতে হবে। বাংলার মানুষ তৃনমূলের সীমাহীন অত্যাচারে ভীত,সন্ত্রস্ত এবং এদের অপশাসন থেকে মুক্তি চাইছে।আর সেই মুক্তি বিজেপির হাত ধরে ২০২১ এর নির্বাচনের মধ্যদিয়েই হবে।

Related Articles

Back to top button
Close