করোনা পরিস্থিতিতে মমতা-সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রোজই নতুন করে সংক্রমিতের সংখ্যা পঞ্চাশ হাজারের গণ্ডি ছাডা়চ্ছে। দেশজুড়ে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসেছেন মোদি। ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে বেলা ১১টা থেকে শুরু হয়েছে বৈঠক। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। নতুন সংক্রমণের হিসেবে এই ১০টি রাজ্যই দেশে উদ্বেগের কারণ। সেই কারণেই এই ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা বৈঠক করলেন। পরিসংখ্যান অনুসারে, দেশের এই দশ রাজ্যে তিন সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ভারতের মোট সংক্রমণের ৪২ শতাংশ ঘটেছে এই রাজ্যগুলোতে। মৃত্যুর হারও ঊর্ধবমুখী এই ১০ রাজ্যে। তাই সংক্রমণের গতি কীভাবে রোখা যায় তা নিয়েই পর্যালোচনা বৈঠকে আলোচনা চলছে।
আরও পড়ুন: মন্দির খোলার পর থেকে তিরুপতিতে করোনা সংক্রমণের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫৩,৬০১ জন। মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ২২,৬৮,৬৭৬। এখনও চিকিত্সাধীন রয়েছেন ৬,৩৯,৯২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৮৩,৪৯০ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৯.৮০%। গত ২৪ ঘণ্টা সেরে উঠেছেন ৪৭,৭৪৬ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫,২৫৭। মৃতের হার ১.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৬,৯৮,২৯০ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।
বিস্তারিত আসছে…