কোয়াড বৈঠকে জাপানে মোদী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কোয়াড বৈঠকে অংশ নিতে সোমবার সকালেই জাপানের টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া-এই চার কোয়াড সদস্য দেশের বৈঠকে মোদী।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভারত–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক কাঠামো (আইপিইএফ)। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টোকিওতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আইপিইএফের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ ১০টি দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পর্যায়ের সদস্যরা এতে ভার্চ্যুয়ালি যোগ দেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ১৩টি দেশ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ উপলক্ষে ১৩টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ, মুক্ত, ন্যায্য, পারস্পরিক সংযুক্ত ও সমৃদ্ধ একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে দেশগুলো অঙ্গীকারবদ্ধ। এ সময় চারটি ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ঘোষণা করা হয়। সেগুলো হলো বাণিজ্য সরবরাহ শৃঙ্খল, পরিচ্ছন্ন জ্বালানি, কার্বণ মুক্তকরণ ও অবকাঠামো এবং কর ও দুর্নীতি দমন।
আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এতদঞ্চলে চিনের ক্রমে সম্প্রসারমাণ প্রভাব থেকে অংশগ্রহণকারী দেশগুলোকে মুক্ত রাখতে এ রকম একটি কাঠামো গঠন করা হয়েছে।