fbpx
দেশহেডলাইন

পুনেতে মেট্রোরেলের উদ্বোধন করলেন মোদী, শিক্ষার্থীদের সঙ্গে সফর সারলেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ পুনে ৩২ কিলোমিটার চওড়া মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এই প্রকল্প্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ এই উদ্বোধনের পরেই বাণিজ্যিক ভাবে পুনে মেট্রো রেল সার্ভিস শুরু হয়ে যাবে। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে গড়ে উঠেছে এই প্রকল্প।

 

২০১৬ সালের ২৪ ডিসেম্বর এই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপণ হয়। এই প্রকল্পে ব্যয় হয়েছে হয়েছে ১১.৪৪০ কোটি টাকা। মেট্রোর মোট দৈর্ঘ্য ৩২.২ কিলোমিটার। যার মধ্যে আজ ১২ কিলোমিটার প্রথম দফায় চালু করা হবে।

রবিবার মেট্রো প্রকল্পের উদ্বোধনের সঙ্গে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে মুলা-মুথা নদী পুনর্জীবন প্রকল্প, দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প।  ১০৮০ কোটি টাকা ব্যয় নদী সংস্কারের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী স্টেশনে পৌঁছে ডিজিটাল অ্যাপ থেকে টিকিট কাটেন। এদিন মেট্রোয় পড়ুয়াদের সঙ্গে সফর করলেন প্রধানমন্ত্রী। সফরকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এবং পুনের মেয়র মুরলিধর মহলও প্রধানমন্ত্রী মোদীর মেট্রো যাত্রায় উপস্থিত ছিলেন। পুনের গারওয়ার কলেজ থেকে মেট্রোতে আনন্দ নগরে যান প্রধানমন্ত্রী মোদী।

Related Articles

Back to top button
Close