fbpx
গুরুত্বপূর্ণদেশ

আত্মনির্ভরতার প্রশ্নে সওয়াল করে গুজরাতে ভদোদরায় বিমান নির্মাণের কারখানার সূচনা মোদীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আত্মনির্ভরতার পথে ভারতকে এগিয়ে নিয়ে যেতে প্রথম থেকে প্রধান ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাত সফরে রয়েছেন তিনি। গুজরাতে ভদোদরায় বিমান নির্মাণের কারখানার সূচনা করেই সেই আত্মনির্ভরতার কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী। টাটা ও এয়ারবাস সংস্থার যৌথ পরিকল্পনায় তৈরি এই প্রকল্পের রবিবার উদ্বোধন করলে মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরে প্রতিরক্ষা ও বিমান পরিষেবা হয়ে উঠবে ভারতের অন্যতম দুই শক্তি। উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে ডিফেন্স করিডর তৈরি করলে দেশ আরও উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোদী বলেন, অ্যারোস্পেস বা বিমান তৈরির ক্ষেত্রে ভারতে এত বিপুল বিনিয়োগ আগে কখনও হয়নি।  ভদোদরায় ২২ হাজার কোটি টাকার সেই প্রকল্পে তৈরি হবে বিমান, যা সামরিক ও অসামরিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এর ফলে ভারতে বিমান নির্মাণের ক্ষেত্রে এক নতুন দিক খুলে দেবে বলেও উল্লেখ করেছেন মোদী।

টাটা এবং এয়ারবাস সংস্থার যৌথ উদ্যোগেই এই প্রকল্পের সূচনা হল গুজরাটে। তৈরি করা হবে সি-২৯৫ বিমান। এই প্রথম ভারতে বেসরকারি সংস্থা সামরিক বিমান তৈরি করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় ​​কুমার।

চুক্তি অনুসারে মোটি ১৬টি বিমান সরবরাহ করবে এয়ারবাস, যা একেবারে ওড়ার জন্য প্রস্তুত থাকবে। বাকি ৪০টি তৈরি হবে দেশে।

 

 

Related Articles

Back to top button
Close