লালুর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মোদী

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: সিড়ি থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরজডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজেডি মুখপাত্র (বিহার) চিতরঞ্জন গগনের জারি করা একটি বিবৃতি অনুসারে, “প্রধানমন্ত্রী মঙ্গলবার তেজস্বী যাদবের সঙ্গে কথা বলেছেন এবং আরজেডি সুপ্রিমোর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। আরজেডি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।”
রবিবার সিড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পান বর্ষীয়ান আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তার কাঁধের হাড় ভেঙেছে, পিঠে আঘাত লেগেছে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ এই বর্ষীয়ান নেতা। সম্প্রতি কিডনির সমস্যার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেনও তিনি। রবিবার সিঁড়িতে পড়ে যাওয়ার পরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ডাক্তারি পরীক্ষায় তাঁর কাঁধে ফ্র্যাকচার দেখা গিয়েছে। যে জায়গায় আঘাত তার চারপাশে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে। আপাতত অবস্থা স্থিতিশীল। হাসপাতালের তরফে ওষুধ নিয়ে বাড়ি ফিরেছেন তিনি’।
বেশ কয়েকবছর ধরই লালু প্রসাদের মাথার ওপর পশু খাদ্য কেলেঙ্কারির মামলা ঝুলছিল। সম্প্রতি রাঁচির একটি বিশেষ সিবিআই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।