fbpx
দেশহেডলাইন

নির্বাচনে ফল ঘোষণার পরের দিনই দু’দিনের সফরে গুজরাট যাত্রা মোদির

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ এবার লক্ষ্য গুজরাট নির্বাচন। তাই আর সময় নষ্ট না করে সেই নির্বাচনকে পাখির চোখ করেই এগিয়ে চায় বিজেপি। আজ উত্তরপ্রদেশে মহা সংগ্রাম। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গণনা। বুথ পরীক্ষা সমীক্ষা সাথ দিলে আজ জয়ের হাসি হাসবে বিজেপি। ভোট গণনার পরের দিন অর্থাৎ ১১ মার্চ দুদিনের গুজরাট সফরে নরেন্দ্র মোদী। একগুচ্ছ কর্মসূচি নিয়ে যাচ্ছেন তিনি।

শেষ পাওয়া আপডেট অনুসারে শুক্রবার আহমেদাবাদে একটি রোড শো করার কথা রয়েছে তাঁর। তার নিজ রাজ্য সফরের কথা রয়েছে।
১১ ও ১২ মার্চ গুজরাতে তাঁর দুদিনের সফরের অংশ হিসাবে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের এক লাখেরও বেশি নির্বাচিত প্রতিনিধিদের সমাবেশে ভাষণ দেবেন। গুজরাতের এক বিজেপি নেতা সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন। এই বছরের শেষ দিকেই গুজরাতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামছে বিজেপি।

প্রধানমন্ত্রী তাঁর দুই দিনের সফরে আহমেদাবাদে একটি খেল মহাকুম্ভেরও উদ্বোধন করবেন বলেও জানা যাচ্ছে। এদিকে গুজরাট সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে খেলা মহাকুম্ভকে একটি ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া হয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এই মহাকুম্ভের অধীনে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামীতে। পাশাপাশি দুদিনের সফরেই প্রধান অতিথি হিসেবে গান্ধীনগর জেলার জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভাষণ দেবেন তিনি।

সূত্রের খবর, আহমেদাবাদের জিএমডিসি গ্রাউন্ডে নরেন্দ্র মোদির একটি বড়  Rally-তে অংশ নেওয়ার কথা। আরএসএস তাদের সংগঠনের ১০০ বছর পূর্ণ করছে। সেই পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ১১ মার্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আহমেদাবাদে তারা তিনদিনের সর্বভারতীয় প্রতিনিধি সভা আয়োজন করেছে। সূত্রের খবর, আরএসএস-এর বর্তমানে শাখার সংখ্যা ৫০ হাজার। আগামীদিনে সংগঠনের লক্ষ্য শাখার সংখ্যা দ্বিগুণ করা।

 

Related Articles

Back to top button
Close