fbpx
দেশহেডলাইন

ফেসবুকে ট্রাম্পকে টপকে গেলেন মোদি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে অনুগামীর সংখ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে একনম্বরে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ একমাসে অভাবনীয় হারে অনুগামীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে মোদির। আর তাতেই বর্তমান ফেসবুকে বিশ্বের সর্বাধিক ফলোয়ার্স থাকা ব্যক্তি তিনি। বর্তমানে মোদির ফেসবুক লাইকের সংখ্যা ৪৪.৭ মিলিয়ন অর্থাৎ ৪.৪৭ কোটি। অফিশিয়াল প্রধানমন্ত্রী পেইজে লাইকের সংখ্যা ১৩.৭ মিলিয়ন অর্থাৎ ১.৩৭ কোটি। বিসিডব্লিউ নামে একটি সংস্থা ‘ওয়ার্ল্ড লিডার্স অন ফেসবুক’ নামে একটি নতুন তথ্যে একথা প্রকাশ করেছে। শুধু দেশ নয়, দেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনুগামীরা মোদিকে ফলো করেছে এইসময়।

আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পদে চাকরির নির্দেশ হাইকোর্টের

ওই সংস্থার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২৩ মার্চ থেকে বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের ফলোয়ার্স ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের সম্পূর্ণ তথ্য জানার জন্যই এভাবে জনগণ নিজের পছন্দের নেতাকে সামাজিক মাধ্যমে ফলো করছেন বলেও তথ্যে জানানো হয়েছে।

এদিকে রাষ্ট্রনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ডোনাল্ড ট্রাম্পের অনুগামীর সংখ্যা বর্তমানে ২৬ মিলিয়ন। আর তৃতীয় স্থানে থাকা জর্ডনের রানির অনুগামীর সংখ্যা ১৬.৮ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি। তাঁর অনুগামীর সংখ্যা ১০ মিলিয়ন।

Related Articles

Back to top button
Close