fbpx
দেশহেডলাইন

ভারত বায়োটেকে মোদি, প্রধানমন্ত্রীর সফর এই লড়াইয়ে সংস্থার কর্মীদের উদ্বুদ্ধ করবে: COVAXIN-এর নির্মাতা

বায়োটেকের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, ভ্যাকসিন তৈরিতে যেভাবে কেন্দ্র, চিকিৎসকমহল, হাসপাতালগুলি আমাদের সাহায্য করে চলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। যেসব স্বেচ্ছাসেবক এই ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা প্রতিরোধে ভ্যাকসিন তৈরিতে নেমে পড়েছে বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারতও। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের করোনা প্রতিষেধক COVAXIN™ বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে। দুনিয়ার ২৫টি জায়গায় এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভারতের COVAXIN™ এর ট্রায়ালে অংশ নিয়েছেন ২৬,০০০ স্বেচ্ছেসেবক।

শনিবার হায়দরাবাদের জেনোম ভ্যালি-তে ভারত বায়োটেকের উৎপাদন ইউনিট ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিনের ট্রায়াল এখন কোন পর্যায়ে ও সেই প্রতিষেধক কতটা কার্যকরী এদিন তা জানানো হয় প্রধানমন্ত্রীকে। ভারত বায়োটেকের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, ভ্যাকসিন তৈরিতে যেভাবে কেন্দ্র, চিকিৎসকমহল, হাসপাতালগুলি আমাদের সাহায্য করে চলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। যেসব স্বেচ্ছাসেবক এই ভ্যাকসিন নিতে এগিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

এদিন সংস্থার তরফে আরও জানানো হয়েছে, একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন তৈরিতে নিরন্তর কাজ করে চলেছে ভারত বায়োটেক। ভ্যাকসিন সম্পর্কে খোঁজখবর করতে প্রধানমন্ত্রীর সেই ইউনিটে আসা তাদের কাছে এক অনুপ্ররণা। দেশে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে প্রধানমন্ত্রীর সফর সংস্থার কর্মীদের উদ্বুদ্ধ করবে।

Related Articles

Back to top button
Close