রামপুরহাটে কাণ্ডে সরব প্রধানমন্ত্রী, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে রাজ্যেকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি মোদীর

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রামপুরহাটে কাণ্ড নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বক্তব্য রাখতে গিয়ে তিনি, এই ধরনের অপরাধের কোনও ক্ষমা নেই। জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে বীরভূমে। দোষীদের যেন কোনওভাবেই ক্ষমা করা না হয়।দোষীরা যেন দ্রুত শাস্তি পায়। আশা করি বাংলার সরকার অপরাধীদের উপযুক্ত শাস্তি দেবেন। দোষীদের সাজার জন্য রাজ্যকে সব রকম সাহায্য করতে ভারত সরকার। এই ধরনের অপরাধীদের যেন কোনওভাবেই ক্ষমা করা না হয়। এই অপরাধীদের যারা মদত দিচ্ছে তাদেরও যেন কোনও ভাবে ক্ষমা করা না হয়।
প্রসঙ্গত, রামপুরহাটের বগটুই গ্রামে নারকীয় হত্যালীলায় উত্তপ্ত রাজ-রাজনীতি। ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে রাজ্যে রাষ্ট্রপতি জারির কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর, কেন্দ্রীয় মানবধিকার কমিশন এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।
রাজ্যের তরফ থেকেই এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম বলেছেন, দল মত না দেখেই প্রকৃত দোষী কে তা খুঁজে বের করতে।
রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন রামপুরহাট কাণ্ডে সিট গঠন করা হয়েছ। সিট-এর তদন্তে আস্থা রয়েছে। এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে। অপসারিত এসডিপিও।
সিট-এ আস্থা রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।