fbpx
দেশহেডলাইন

অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘ মেয়াদ, নজির গড়লেন মোদি…

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এক নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদিই হলেন ভারতের চতুর্থ দীর্ঘতম মেয়াদে থাকা প্রধানমন্ত্রী।এর আগে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সুদীর্ঘ মেয়াদে দেশের শাসনক্ষমতায় ছিলেন কংগ্রেসের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি এবং মনমোহন সিং। ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার তিনি শপথ নেন ২৬ মে ২০১৪-এ৷ গতবার লোকসভা নির্বাচনে জিতে তিনি শুরু করেন তাঁর দ্বিতীয় ইনিংস৷ যা শুরু হয় ৩০ মে ২০১৯-এ৷ সবথেকে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে রয়েছেন জওহরলাল নেহরু৷

একই সঙ্গে তিনি ভেঙে দিলেন অটলবিহারী বাজপেয়ীর রেকর্ড৷ এর আগে সবথেকে বেশিদিন অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার নজির ছিল বাজপেয়ীর কাছে৷ সবথেকে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে রয়েছেন জওহরলাল নেহরু৷ ১৭ বছর তিনি ক্ষমতায় ছিলেন৷ দ্বিতীয় স্থানে রয়েছেন নেহরু কন্যা ইন্দিরা গান্ধি৷ দু’দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ইন্দিরা, যা ছিল মোট ১১ বছর৷ তৃতীয় স্থানে ছিলেন মনমোহন সিং, যিনি দু’দফায় মোট ১০ বছর প্রধানমন্ত্রীর মসনদে ছিলেন৷এরা তিন জনই ছিলেন কংগ্রেস দলের৷ এবার আসা যাক অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের স্থায়িত্বের বিষয়ে৷

আরও পড়ুন: কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রণব মুখোপাধ্যায়

মোদি, বাজপেয়ীর পাশাপাশি রয়েছেন মোরারজি দেশাই (মার্চ ২৪, ১৯৭৭ থেকে জুলাই ২৮, ১৯৭৯), চরণ সিং (২৮ জুলাই ১৯৭৯ থেকে ১৪ জানুয়ারি ১৯৮০), ভিপি সিং (২ ডিসেম্বর ১৯৮৯ থেকে ১০ নভেম্বর ১৯৯০), চন্দ্র শেখর (১০ নভেম্বর ১৯৯০ থেকে ২১ জুন ১৯৯১), এইচ ডি দেবগৌড়া (জুন ১, ১৯৯৬ থেকে ২১ এপ্রিল ১৯৯৭) এবং ইন্দর কুমার গুজরাল ( ২১ এপ্রিল ১৯৯৭ থেকে ১৯ মার্চ ১৯৯৮)৷ উল্লেখযোগ্য,৭৪তম স্বাধীনতা দিবসের ঠিক ২দিন আগে চতুর্থ দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে মোদির নাম উঠে এল৷ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সপ্তমবারের জন্য ভাষণ রাখবেন তিনি৷

 

 

 

 

Related Articles

Back to top button
Close