গুরুত্বপূর্ণদেশহেডলাইন
শহিদদের বলিদান দেশ কোনওদিন ভুলবে না: মোদি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: একদিকে যেমন করণায় জর্জরিত দেশ তেমনই অপরদিকে সীমান্তে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপে চিন্তিত নয়াদিল্লি।
শনিবার কাশ্মীরের হান্ডওয়ারায় জঙ্গি দমন করতে গিয়ে একজন কর্নেল সহ পাঁচ নিরাপত্তা বাহিনীর জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী লিখলেন, শহিদদের সাহস এবং বলিদান দেশ কোনওদিন ভুলবে না৷
তাদের উদ্ধার করতে গিয়ে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা সহ চার সেনা জওয়ান৷ জম্মু কাশ্মীর পুলিশের এক সাব ইন্সপেক্টরও জঙ্গি মোকাবিলায় নিহত হন৷ নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে দুই জঙ্গিও মারা যায়৷