fbpx
গুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গ

বিশ্বভারতীর প্রতিষ্ঠা শতবর্ষে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিশ্বভারতীর প্রতিষ্ঠা শতবর্ষের অনুষ্ঠানে সশরীরে নয়, ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলায় বিজয়বর্গীয়।

শনিবার অনুপম হাজরাকে নিয়ে বিশ্বভারতী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন কৈলাস। প্রধানমন্ত্রী উপস্থিত না হয়ে  ভার্চুয়ালি দিল্লির পিএমও থেকে যোগ দেবে, সেই কথাই বিশ্বভারতী কতৃপক্ষের কাছে তুলে ধরেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক।

উল্লেখ্য আগামী ২৪ ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষ শান্তিনিকেতন সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে এই সফর বাতিল বলে জানায় প্রধানমন্ত্রীর দফতর। পাশাপাশি  এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হালিশহরে বিজেপি কর্মী খুনের ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন কৈলাস। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করেছেন বলেও দাবি করেন তিনি।

 

 

 

Related Articles

Back to top button
Close