fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

মহরমে পাকিস্তানের পতাকা উড়ল বাড়ির ছাদে, গ্রেফতার বাড়ির মালিক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে মহরমের দিন এক বাড়ির ছাদে উড়লো পাকিস্তানের পতাকা। এরপর পুলিশ ফাহরুখ শেখ নামে ওই বাড়ির মালিককে গ্রেফতার করে। ওই বাড়ির মালিকের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ওই পতাকা কিভাবে ওই বাড়িতে এল, দেয় বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে যে, মধ্যপ্রদেশের দেবাসের শিপ্রা গ্রামে একটি বাড়ির ছাদে মহরমের দিন পাকিস্তানের পতাকা উড়তে ডিক্যা যায়। এই পতাকা ওড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেতেই রাজস্ব দফতের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ 153A ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে। জানা গিয়েছে যে, ওই ঝাণ্ডা অভিযুক্তের ছেলে বাড়ির ছাদে তুলেছিল। আপাতত পুলিশ ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Related Articles

Back to top button
Close