fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

জামবনির চিল্কিগড় কনক দূর্গা মন্দির প্রাঙ্গণে হনুমানদের আহার দান কর্মসূচী উদযাপন

সুদর্শন বেরা, ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় কনক দূর্গা মন্দির প্রাঙ্গণে হনুমানের আহারদানের কর্মসূচির প্রথম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল শর্মা, জামবনি ব্লকের বিডিও সৈকত দে, গবেষক প্রণব কুমার সাহু, বুবাই বেরা ও জামবনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক অভিরূপ সিং সহ আরও অনেকে। উল্লেখ করা যায় যে চিল্কিগড় কনক দূর্গা মন্দির প্রাঙ্গণে কয়েকশো হনুমান রয়েছে।

যারা মূলত ওই মন্দিরে আসা পর্যটকদের দেওয়া ফল বিস্কুট খেয়ে জীবন-জীবিকা পালন করতেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য অনেক কিছুই পাল্টে গিয়েছে। আগের মতো অবস্থা নেই, সেইকারণে পর্যটকের সংখ্যাও এখন খুব কম। তাই চিল্কিগড় মা কনক দূর্গা মন্দির ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হনুমানদের আহার দান কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছিল। ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি গণ। আগামী দিনগুলিতে ও হনুমানদের আহার দান কর্মসূচী চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Back to top button
Close