fbpx
দেশহেডলাইন

মাঙ্কি পক্স আতঙ্ক! গাইড লাইন পেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, স্ক্রিনিং টেস্ট ছাড়া রাজ্যে প্রবেশ নয়

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কেরলে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এক ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের জীবাণু মেলার পর থেকেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। গতকালই স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে মাঙ্কি পক্স নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

কেন্দ্র  নির্দেশ দিয়েছে, সমস্ত রাজ্যের প্রবেশদ্বারে এবার থেকে সন্দেহভাজন ব্যক্তিদের স্ক্রিনিং টেস্ট নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন হাসপাতালগুলিকে চিহ্নিত করে কোনও সন্দেহভাজন বা মাঙ্কিপক্সের কেস থাকলে তাদের দিকে বিশেষ নজর দেওয়ার কথা।

সেইসঙ্গে বিদেশ ফেরত যাত্রীদেরকে অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে যাঁদের ত্বকে ক্ষত রয়েছে অথবা গোপনাঙ্গে অ্যালার্জি আছে, তাঁরা যেন কোনওভাবেই বিদেশ থেকে ফেরা যাত্রীদের সংস্পর্শে না আসেন। জীবিত কিংবা মৃত বন্য প্রাণীদের কাছে না যাওয়াই ভাল। ইঁদুর, কাঠবিড়ালি, বাঁদরের ধারকাছে যেতে মানা করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের গুল্মজাতীয় পদার্থের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। আফ্রিকান পাউডার, ক্রিম কিংবা বডি লোশন ব্যবহার করবেন না। সংক্রমিতের বিছানা, আসবাব, বাসনপত্রের সংস্পর্শও এড়িয়ে চলার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এই রোগে আক্রান্তের সঙ্গে খাবার শেয়ার করে খাবেন না। জ্বর হলে অথবা শরীরে অ্যালার্জি দেখা দিলে কিংবা মাঙ্কি পক্সের আক্রান্তের সংস্পর্শে এসে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করাতে হবে।

Related Articles

Back to top button
Close