fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বর্ষা শুরু হতেই ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমানে সাপের কামড়ে মৃত্যু তিন জনের

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বর্ষা শুরু হয়েই ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমানে সাপের কামড়ে মৃত্যু হল তিন জনের । মৃত্যুর ঘটনা গুলি ঘটেছে মেমারি , মাধবডিহি থানা এলাকায় । শুক্রবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃতদের দেহের ময়নাতদন্ত হয় ।

 

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে , মেমারির বেগুট গ্রামে বাড়ি বছর ১৭ বয়সী
কিশোর সোমনাথ মুর্মুর । শুক্রবার ভোরে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা কালে বিষধর সাপ ওই কিশোরের ডান কানে ছোবল মারে । তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । অন্যদিকে মেমারি থানার করন্দা গ্রামে সাপের কামড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম সনাতন ঘোষ(৫৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির উঠানে তাঁকে সাপে কামড়ায়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে ঘন্টা খানেক মধ্যেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও সাপের কামড়ে মাধবডিহি থানার বাজেকুমারপুর গ্রাম নিবাসী বছর ৬০ বয়সী আশালতা বাউড়ি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

 

 

পরিবারের সদস্যরা জানিয়েছেন ,অশ্বত্থ পাতা তোলার সময় বৃহস্পতিবার তাঁকে সাপে কামড়ায়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এদিন ভোরে তাঁর মৃত্যু হয় ।

Related Articles

Back to top button
Close