ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় মন্তেশ্বরে পানীয় জলের সংকট

অভিষেক চৌধুরী, কালনা: একদিকে করোনার আতঙ্ক অন্যদিকে আবার ট্রান্সফরমার বিকল! এমনই পরিস্থিতির মধ্যে পূর্ব বর্ধমানের মামুদপুর ২ পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে পানীয় জলের সংকট। কারণ বন্ধ হয়ে পড়ে রয়েছে পিএইচই জল প্রকল্পটি। স্বাভাবিক কারণেই সমস্যায় পড়েছেন ওই এলাকার কয়েকটি গ্রামের সাধারণ মানুষজন।এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ও মাথায় হাত পড়েছে তাদের। স্থানীয় পঞ্চায়েতে ও প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।যদিও পঞ্চায়েতের দাবি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
মন্তেশ্বরের মামুদপুর ২ পঞ্চায়েত এলাকার কাইগ্রাম, রাউৎগ্রাম ও মাসডাঙ্গার বাসিন্দাদের অভিযোগ, ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত তিনদিন ধরে পিএইচই-র জলপ্রকল্পটি বন্ধ হয়ে পড়ে রয়েছে।স্বাভাবিক কারণেই পানীয় জলের চরম সংকট তৈরি হয়েছে ওই এলাকায়।তাদের বক্তব্য, এই জলপ্রকল্পটি থেকে বাড়িতে বাড়িতে সংযোগ থাকায় বাড়ির টিউবওয়েলগুলোও সেইভাবে আর চালু নেই। স্বাভাবিক কারণেই উপরিউক্ত তিন গ্রামের কয়েক হাজার মানুষ এই জলপ্রকল্পের উপর নির্ভরশীল। তার উপর চলছে করোনা আবহ।কারও বাড়িতে টিউবওয়েল থাকলেও এই পরিস্থিতিতে জল আনতে যাওয়াটাও একটা সমস্যা বলে দাবি তাদের।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পিয়ালী বসু, সুদীপ ঘোষরা বলেন, ‘তিনদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে পিএইচইর জলপ্রকল্পটি। স্বাভাবিক কারণেই বেশ সমস্যা তৈরি হয়েছে সাধারণ মানুষজনের। কারণ পানীয় জল ছাড়া তো দিনই চলে না। তার উপর করোনা পরিস্থিতি চলছে। একে অপরের বাড়িতে যাওয়ার সেই ব্যাপারটাও এখন অনেকটাই কম। এই জলকষ্টের কথা স্থানীয় পঞ্চায়েতকে বেশ কয়েকবারই জানানো হয়েছে।’
এই বিষয়ে স্থানীয় উপপ্রধান শুভেন্দু মল্লিক বলেন, ‘ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুৎ দপ্তর ও ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। পিএইচই-র জল প্রকল্পটির দায়িত্বে রয়েছেন পঞ্চায়েত সমিতি। খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।’