বর্ধমানের মন্তেশ্বরে পৃথক দুর্ঘটনায় মৃত ২

নিজস্ব প্রতিনিধি, কালনা: পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায়। মৃতদের নাম অরিত্র হাজরা (২৮) ও হোসেন সেখ(৪২)। প্রথমজনের বাড়ি কুসুমগ্রাম এলাকায়। দীর্ঘনগর এলাকায় তার সেলুনের একটি ব্যবসা ছিলো বলে জানা যায়। দ্বিতীয়জনের বাড়ি কাইগ্রামের ডাঙ্গাপাড়া এলাকায়। ওই ব্যক্তি মাছের ব্যবসা সহ অন্যান্য ব্যাবসা করতেন বলেও জানা যায়। সোমবার মৃতদেহ দুটির ময়নাতদন্ত করা হয় কালনা মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন: ভারত বনধকে কেন্দ্র করে কলকাতার কিছু এলাকায় বিক্ষোভ ধর্মঘটীদের
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ মালডাঙ্গা-মেমারি রোডের ময়নামপুর এলাকার কাছেই। স্থানীয়রা জানান একটি মোটরভ্যানের সঙ্গে দুরন্ত গতিতে যাওয়া একটি মোটরবাইকের সংঘর্ষ হয়। এরপরেই আহতদের মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক অরিত্র হাজরাকে মৃত বলে জানায়। এই ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে সোমবার সাত সকালেই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় হোসেন সেখ নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তির প্রতিবেশী কাবিল দফাদার বলেন, ‘হোসেন মাছের ব্যবসা সহ বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। এইদিন সকালেও ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। এরপরেই তার মৃত্যুর খবর আসে। খবর পেয়ে মন্তেশ্বর থানায় যাই। এরপর জানা যায় যে, কুসুমগ্রাম মেমারি রোডে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আনে।’