বৃষ্টিভেজা সাপ্তাহিক লকডাউনে শুনশান শহর, রাস্তায় টহল পুলিশের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন আজ। কাল থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের নজরদারি। বৃষ্টিভেজা সাপ্তাহিক লকডাউনে শুনশান শহর। আজ সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে সাপ্তাহিক লকডাউন। চলবে রাত ১১টা অবধি। গতকাল রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। তাই এদিন সকাল থেকেই শুনশান কলকাতা ও শহরতলির রাস্তা। গঙ্গার ওপারে হাওড়া বা হুগলির ছবিটাও কমবেশি একই। তবে রাস্তায় রাস্তায় চলছে পুলিশি টহলদারি। বেশ কিছু ক্ষেত্রে চলছে নাকা তল্লাশিও। ঘর থেকে বার হওয়া মানুষজনের কাছে কারন জানতে চাইছে পুলিশ। ঠিকঠাক উত্তর না পেলেই চলছে ধরপাকড়।
রাজ্যের অনান্য বড় বড় শহরতলিগুলিতেও চলছে কড়া নজরদারি। শিলিগুড়ি, ইংরেজবাজার, বহরমপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, হুগলি শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, খড়গপুর সর্বত্রই লকডাউনে চলছে পুলিশের কড়া নজরদারি। তবে সব জায়গাতেই থানা, হাসপাতাল, দমকল যেমন খোলা আছে তেমনি খোলা থাকছে ওষুধের দোকান, দুধের দোকান ও সংবাদমাধ্যমের কার্যালয়ও। যে সব শিল্পকারখানার ভিতরে থাকার ব্যবস্থা আছে সেখানেও কাজকর্ম চলছে স্বাভাবিক গতিতেই। তবে রাজ্য জুড়ে বনধ রয়েছে সমস্ত রকমের গণপরিবহণ ব্যবস্থা। চলছে না ট্রেন, বাস, বিমান। তবে ছাড় আছে দমকল, পুলিশ ও অ্যাম্বুলেন্সের গাড়িতে। ছাড় পাচ্ছে সংবাদমাধ্যমের গাড়িও।
চলছে মাইকে প্রচার। রাস্তায় গাড়ি আটকে চেকিং করছে পুলিস। কী কারণে রাস্তা বেরিয়েছেন, তাও জিজ্ঞাসা করছে পুলিস। বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। শুধু গাড়ি চেকিং নয় থার্মাল চেকিং ও করা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে। সল্টলেক ও উল্টোডাঙা শুনশান। জেলাগুলিতেও একই ছবি। বাজারঘাট বন্ধ, রাস্তা ফাঁকা। গুটিকতক মানুষের দেখা মিললেও তাঁদের আটকাচ্ছে পুলিস। লকডাউন অমান্য করে যাঁরা রাস্তায় বেরিয়েছেন তাঁদের প্রত্যেককেই কেস দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নথি পত্র যাঁরা দেখাতে পারছেন তাঁদেরকে অবশ্য ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:সাপ্তাহিক লকডাউনে আবারও একদিন ঘরবন্দি সমগ্র উত্তর ২৪ পরগনার মানুষ, চলছে পুলিশের নজরদারি
কলকাতার রাস্তাঘাট কার্যত সকাল থেকেই ফাঁকা। হাতেগোনা কিছু আইন না মানা মানুষের ঘোরাঘুরিও অবশ্য চোখে পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার, বেহালা, যাদবপুর, গড়িয়া—সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। অন্যান্য দিনগুলিতে সকাল থেকে তাও কিছু মানুষ দেখা গেলেও এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে তুমুল বৃষ্টিতে সেই ছবি উধাও। কার্যত দক্ষিণবঙ্গে পুলিশের অনেকটা কাজ কমিয়ে দিয়েছে বৃষ্টি। কলকাতার একাধিক রাস্তায় এক তৃতীয়াংশ বন্ধ করে দেওয়া হয়েছে গার্ড রেল দিয়ে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই ছবি দেখা গিয়েছে এদিন। হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানে পথে নেমেছে পুলিশ।