fbpx
কলকাতাহেডলাইন

এক সপ্তাহে ২০০-র বেশি করোনা রোগীকে সুস্থ করে নজির এমআরবাঙুর হাসপাতালের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো সম্ভব, তা যেন দেখিয়ে দিল রাজ্যের একটি সরকারি হাসপাতালই। সূত্রের খবর, গত ৭ দিনে এমআরবাঙুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০০-র বেশি মানুষ। এর মধ্যে রবিবার কাউকে ছাড়া না হলেও শনিবার ছাড়া হয়েছে ৪৬ জনকে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই।

হাসপাতাল সূত্রের খবর, এদের মধ্যে সকলেই করোনা আক্রান্ত ছিলেন না। প্রায় ৮৮ জন এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন। বাকি ১১২ জন শুধু মাত্র করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। এখনও হাসপাতালে বহু করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: করোনা পজিটিভ প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিক, সস্ত্রীক ভর্তি হাসপাতালে

কিছুদিন আগে এম আর বাঙ্গুর হাসপাতাল একের পর এক মৃত্যুর ঘটনা, ওয়ার্ডে মৃতদেহ পড়ে থাকার মত একাধিক বিষয় স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি ছড়িয়েছিল দেশ জুড়ে। পরিস্থিতি সামলাতে আরও চিকিৎসক পাঠানো হয় এম আর বাঙুর হাসপাতালে। এমনকী বেলেঘাটা আইডি হাসপাতাল থেকেও করোনা চিকিৎসা করার জন্য চিকিৎসকদের পাঠানো হয় বাঙুরে। আর তার পরেই চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সমবেত প্রচেষ্টায় এই মিরাকল সম্ভব হয়েছে বলে দাবি তাঁদের।

Related Articles

Back to top button
Close