fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

শক্তিশালী গেরুয়া শিবির, পাঁচ হাজারের বেশী কর্মী সমর্থকের বিজেপিতে যোগদান

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পাঁচ হাজারের বেশী নেতা কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিধানসভা এলাকা থেকে এই কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আর বিজেপির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সমেত অন্যান্য বরিষ্ঠ বিজেপি নেতার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন এরা। এই যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসকে আক্রমণ করে বলেন যে, কংগ্রেস দুর্নীতিবাজ দল। সিন্ধিয়া আরও বলেন যে, আমি, আমার পরিবার সবসময় জনতার স্বার্থে কথা বলেছি।

[আরও পড়ুন- রাম মন্দির তৈরির বদলা নিতে হামলার ছক ধৃত ISIS জঙ্গির, তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের]

উল্লেখ্য, আগামী দিনে মধ্যপ্রদেশে ২৭ টি বিধানসভা আসনের উপনির্বাচনে হওয়ার কথা। আর এরমধ্যে বেশিরভাগ আসনই রয়েছে গোয়ালিয়রের। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে প্রদ্যুমন সিং তোমার কংগ্রেসের টিকিটে নির্বাচনে জিতেছিলেন। এবছরেই তিনিও বিজেপিতে যোগ দেন। এবার প্রদ্যুমন সিং তোমার ওই আসনেই বিজেপির টিকিটে লড়াই করবেন। আর এরইমধ্যে এত সংখ্যক নেতা, কর্মী বিজেপি যোগদান করায় মধ্যপ্রদেশে গেরুয়া শিবিরের অবস্থান আরও শতিশালী করল তা বলাই যায়।

 

Related Articles

Back to top button
Close