fbpx
আন্তর্জাতিকহেডলাইন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে এক কোটির বেশি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে আগামী ৩ নভেম্বর। তবে তার আগেই এক কোটি চার লক্ষ বেশি মার্কিন নাগরিক আগাম ভোট দিয়ে ফেলেছেন। সূত্রের খবর, মহামারী করোনা সংক্রমনের মাঝেও এবছর আগাম ভোটের প্রবণতা অনেকটা বেড়েছে। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি রাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই। এ ছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এদিন জর্জিয়ায় শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার সকালে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে। তারপরও, জর্জিয়ার ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দেন। উৎফুল্লতার সাথে তিনি সারা দিন সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

Related Articles

Back to top button
Close