স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মসজিদ রূপান্তরিত হল মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিকে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ধর্মের থেকে মহৎ হয়ে উঠল মানবিকতা। মসজিদকে রুপান্তরীত করা হল মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিকে। ৫ লক্ষ বস্তিবাসীর আশ্রয়স্থল হয়ে উঠল এই মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক। হায়দরাবাদের বহু পুরনো একটি মসজিদই মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিকে রূপান্তরীত হয়। মসজিদ কমিটির তরফে জানা গিয়েছে যে, এই ক্লিনিকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। পুরো ক্লিনিক পরিচালিত হবে মহিলাদের দ্বারা। মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিকে থাকবেন একজন জেনারেল ফিজিশিয়ান, একজন শিশুরোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ডায়েটেশিয়ান এবং প্রশিক্ষিত নার্স। তবে এই ক্লিনিকে রোগীর প্রাথমিক চিকিৎসা করা হবে। অবস্থার অবনতি হলে হাসপাতালে স্থানান্তরিত করা হবে রোগীকে।
[আরও পড়ুন- নির্বাচিত নেতৃত্ব না থাকলে, আগামী ৫০ বছর বিরোধী আসনেই থাকবে কংগ্রেস: গুলাম নবি আজাদ]
এখানে চিকিৎসা পরিষেবা পাবেন বস্তিবাসীরা। SEED নামে আমেরিকার একটি সংস্থার টাকার ওপর নির্ভরশীল হায়দরাবাদের একটি NGO। এই এনজিঅ-র নাম ‘হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন’। এই হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগেই মসজিদ কর্তৃপক্ষ ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’ খোলার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে একেবারে বিনামূল্যে চিকিৎসা পাবেন এলাকার সব ধর্মের মা এবং শিশুরা। পাশাপাশি, এই ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’-এ ১০ বছর পর্যন্ত বয়সী শিশুদের প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হবে। মানবতাই যে ধর্ম, এর নজির পাওয়া গেল হায়দরাবাদের এই মসজিদে।