রাজ্যের বেশিরভাগ মন্ত্রী চোর-মাফিয়া, দাবি করলেন বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায়

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: ‘রাজ্য সরকারের বেশিরভাগ মন্ত্রীই চোর। ওরা আর ছয় মাস লালবাতি লাগানো গাড়িতে চাপবে।’ শনিবার বর্ধমানের বিজয়রামে দলীয় কর্মসূচিতে যোগদিয়ে এই দাবি করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায় ।কোন রাখঢাক না রেখে তিনি রাজ্যের মন্ত্রীস্বপন দেবনাথ ; জ্যোতিপ্রিয় মল্লিক; ববি হাকিম এমনকি অনুব্রত মণ্ডলকেও চোর ও মাফিয়া বলে কটাক্ষ করেন ।বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের এইসব বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব ।
বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এদিন পুলিশকেও একহাত নেন । তিনি বলেন এখানে দুই রকম পুলিশ আছে। কাটমানি খাওয়া পুলিশ আর দক্ষ পুলিশ। দক্ষ পুলিশদের পিছনে ঠেলে দেওয়া হয়েছে। তৃণমূলে যেমন নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে,তেমনই দক্ষ পুলিশ আর কাটমানি খাওয়া পুলিশের মধ্যে সংঘর্ষ বাধবে। তৃণমূলের বিরুদ্ধে শুর চড়িয়ে রাজু বাবু এদিন বলেন ‘ একমাত্র তৃণমূল নিজেই শ্মশানে লিখে রেখেছে ২০২১ এ তৃণমূল আসছে।
বিজেপি নেতার এহেন বক্তব্যের তীব্র নিন্দা করে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, আমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।যদি থাকে সেটা পুলিশ প্রশাসন দেখুক।আমি মানুষের কোর্টেই বিচারের ভার তুলে দিলাম।রাজ্যে ধর্ষণের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত হলে পুলিশ নিস্ক্রিয় থাকে বলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, বুদবুদের ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে।প্রশাসন বিষয়টি দেখছে।কিন্তু উত্তরপ্রদেশ কান্ডে ওরা কী ব্যবস্থা নিয়েছে সেটা বলুক । বর্ধমান হাসপাতালে বুদবুদের নিগৃহীতার চিকিৎসা নিয়ে অগ্নিমিত্রার তোলা অভিযোগ স্বপন দেবনাথ খারিজ করে দিয়েছেন ।