fbpx
অফবিটআন্তর্জাতিকহেডলাইন

মাত্র ১৩ বছর বয়সেই কন্যা সন্তানের জন্ম দিলেন মা, বাবার বয়স ১০!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: যে বয়সে খেলাধুলো আর পড়াশোনার করে সময় কাটানোর কথা সেই বয়সে মা হলেন এক ১৩ বছরের কন্যা। গর্ভযন্ত্রণা সহ্য করে সদ্যোজাতকে কোলে নিয়ে খুশি ১৩ বছরের মা দরিয়া সুদশনিকোভা। সন্তানকে কোলে নিলে ফেসবুকে ছবিও পোস্ট করেছে সে। আদর করে দরিয়া সুদশনিকোভা সন্তানের জন্ম দিয়েছে এমিলি।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় দরিয়া। ৪ লক্ষেরও বেশি ফ্যান ফলোয়ার তার। সোশ্যাল মিডিয়ায় দরিয়া জানিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার পরের মুহূর্তের আনন্দের জন্য গর্ভধারণের কষ্ট সে সহ্য করতে রাজি রয়েছে। সন্তানের জন্ম দেওয়ার পরেই তার অনুগামীরা তাকে শুভেচ্ছাও জানিয়েছে। রাশিয়ার ঘটনা।

আর সম্প্রতি রাশিয়ার এই খবর সামনে আসতেই তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। আর সন্তান জন্ম দেওয়ার পরে মায়ের দাবি এই সদ্যোজাতের বাবার বয়স ১০! তা মানতে রাজি হননি চিকিৎসকেরা। এরপরেই নিশ্চিত হতেই সন্তানের ডিএনএ সংগ্রহ করা হয়। তারপরই দরিয়া জানায় ১৬ বছরের এক বন্ধু তাকে ধর্ষণ করেছিল। তাতেই অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়ে সে। হাসপাতালে নবজাতককে জন্ম দেওয়ার পরই ইভানের সঙ্গেই প্রথম আনন্দ ভাগ করে নেয় দরিয়া সুদশনিকোভা।

আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির সাহায্যে পঙ্গপাল হানায় বিশেষ ক্ষতি হয়নি: প্রধানমন্ত্রী

দারিয়া জানিয়েছে, রাশিয়ান ঐতিহ্য অনুযায়ী তার ৪০ বছর না হওয়া পর্যন্ত সন্তানের মুখ সে দেখবে না। তবে সন্তানের দায়িত্ব গ্রহণ করবে তার মা। পুরো বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ইভানের বাবা। এদিকে দরিয়া সুদশনিকোভা দাবি করেছে সন্তানকে বড় করে তুলতে তার পাশে থাকবে প্রেমিক ইভান।

Related Articles

Back to top button
Close