fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

স্বরূপনগরে মতুয়াদের প্রতিবাদ মিছিল

পরিমল দে, বসিরহাট: হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অবমাননার প্রতিবাদে স্বরূপনগর থানায় বিক্ষোভ দেখালেন মতুয়া ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা। স্বরূপনগর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের পক্ষ থেকে।

 

ত্রিপুরায় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও ঠাকুরনগরের বড় মা শান্তি দেবীর নামে অবমাননা সূচক মন্তব্য করার প্রতিবাদে রবিবার স্বরূপনগরে আছড়ে পড়ল মতুয়া ধর্মাবলম্বীদের বিক্ষোভ। ঘটনার প্রতিবাদে এদিন স্বরূপনগরে প্রতিবাদ মিছিল করেন মতুয়ারা। নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি ও স্বরূপ নগর ব্লক মতুয়া মহাসংঘের উদ্যোগে ডাঙ্কা সহযোগে মিছিল বের করা হয়েছিল স্বরূপনগরে।

 

মিছিল করে স্বরূপনগর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। ধর্মীয় গুরুর নামে অবমাননার প্রতিবাদে অবমাননাকারীদের শাস্তির দাবি তোলেন বিক্ষোভকারীরা।

Related Articles

Back to top button
Close