
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মাউন্ট ত্রিশূল পর্বতাভিযানে গিয়ে নিখোঁজ হলেন ৫ পর্বতারোহী। ২০ জন সদস্যের একটি দল পর্বতারোহণে যায়। শুক্রবার সকালে সামিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে ওই দলের ১০ জন। সেখানে গিয়ে তুষারঝড়ের কবলে পড়ে তারা। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, বায়ুসেনা ও বিপর্যয় মোকাবিলা দফতর। একযোগে তল্লাশি চালাচ্ছে তারা। হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
গত ২০ সেপ্টেম্বর মুম্বই থেকে যাত্রা শুরু করে ২০ জনের ওই পর্বতারোহী দল। শুক্রবার সকালে সামিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে ওই দলেরই ১০ জন। কিন্তু বেরিয়ে নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।
সম্প্রতি হিমাচল প্রদেশে পর্বতারোহণে খেমনগর হিমবাহে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই পর্বতারোহী। আরিয়াত মাউন্টেনারিং ক্লাবের তরফে বাংলা থেকে ৬জনের দল খেমনগর হিমবাহে ট্রেকিংয়ে গিয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর তাঁরা খেমনগর হয়ে ট্রেকিং করছিলেন। প্রায় ৫ হাজার ৮৮৪ মিটার ওপর থেকে ১৮ জনের দলটি তুষারঝড়ের কবলে পড়ে। এদের মধ্যে দুজন মারা যান।