‘বহুমুখী প্রতিভার মৃত্যু’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকগ্রস্থ মুখমন্ত্রী বিপ্লব দেব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকগ্রস্থ বিভিন্ন মহল। সংস্কৃতি জগত থেকে শুরু করে শোকবার্তা জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। গভীর শোকজ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
এক শোকবার্তায় তিনি জানিয়েছেন যে, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একজন সফল নাট্যকার, নিদের্শক, অভিনেতা, কবি, আবৃত্তিকার ও চিত্রশিল্পী ছিলেন। দীর্ঘ সময় ভারতীয় চলচ্চিত্রে বিরাজ করেছেন তিনি। তাঁর মৃত্যু সিনেমা জগতের অপূরনীয় ক্ষতি করে দিল।
সত্যজিত্ রায় থেকে মৃণাল সেন, অসংখ্য কিংবদন্তী পরিচালকের হাত ধরে দীর্ঘ ছয় দশক ধরে কয়েকশ ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু সিনেমা নয়। নাটক, যাত্রা, আবৃত্তি পাঠেও তিনি ছিলেন সাবলীল। তাঁর মৃত্যু ভারতীয় সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি।
— Biplab Kumar Deb (@BjpBiplab) November 15, 2020
আরও পড়ুন- অপুর বিদায়…. শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির
এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে জানিয়েছেন যে, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত। দাদা সাহেব ফালকে-সহ একাধিক পুরস্কার জয়ী প্রবীণ অভিনেতার আত্মার শান্তির কামনা করি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। প্রসঙ্গত, প্রয়াত কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ত্রিপুরায় একাধিকবার এসেছেন। নাট্যোৎসবে অংশ নিয়েছেন তিনি। ত্রিপুরায় তাঁর বহু গুণমুগ্ধ দর্শক রয়েছেন। তাঁর প্রয়াণে ত্রিপুরায় সংস্কৃতি-প্রেমী মহলে শোকের ছায়া নেমে এসেছে।