fbpx
অসমহেডলাইন

উপন্যাসিক বিনোদ বিহারী সিংহের মৃত্যুতে লালায় শোকসভা

যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: অসমের প্রথম মণিপুরী উপন্যাসিক তথা কাছাড়ের লক্ষ্মীপুরের বিশিষ্ট নাগরিক বিনোদ বিহারী সিংহের মৃত্যুতে শনিবার লালার রাজ্যেশ্বরপুরে এক শোকসভা অনুষ্ঠিত হয়।হাইলাকান্দি জেলার সাহিত্যপ্রেমীদের উদ্যোগে রাজ্যেশ্বরপুর সানারৈ মৈতৈ উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত সভায় উপন্যাসিক বিনোদ বিহারী সিংহের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

এ উপলক্ষে এল খগেন্দ্র সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত প্রয়াত বিনোদ বিহারী সিংহের সাহিত্য কর্মের উপর আলোকপাত করে সভায় অন্যদের মধ্যে সাহিত্যিক দেব সিংহ সুব্রাম, ডাঃ এম নিংহৈবা সিংহ, পি ননী সিংহ, পি হেমন্ত সিংহ, কে, চন্দ্রশেখর সিংহ, নন্দকুমার সিংহ, কে স্বপন সিংহ, প্রমুখ বক্তব্য রাখেন।

প্রয়াত বিনোদ বিহারী সিংহ সাহিত্য চর্চায় উল্লেখযোগ্য অবদানের জন্য কামিনীকুমার সাহিত্য ভূষণ অ্যাওয়ার্ড, সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তিনি অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি রচনা করে গেছেন। প্রসঙ্গত, সম্প্রতি লক্ষ্মীপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Related Articles

Back to top button
Close