কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
জোট পরে, আগে আন্দোলন: প্রদীপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই একুশের নির্বাচন। তার ঘন্টা বেজে গিয়েছে। ইতিমধ্যেই কোমর বেধে নেমে পড়েছে তৃণমূল বিজেপি দুই শিবির। কিন্তু এখনও অধরা রয়ে গিয়েছে বাম কং জোটের ভাগ্য। দফায় দফায় দুই দলের নেতৃত্বের বৈঠক হলে বেরোয়নি কোনও ইতিবাচক দিক। একাধিক বিষয় নিয়ে জটিলতার করনে এখনও মাঝ পথে থমকে জোট প্রক্রিয়া। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদেরএকাংশে। তাই সম্প্রতি জোট কর্মসূচিকে দূরে সরিয়ে যৌথ আন্দোলন কর্মসূচিকে হাতিয়ার করতে চাইছে কংগ্রেস।
এই প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস সংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘জোট সেটা তো পরের কথা। নিশ্চয়ই একটা ছন্দ পাবে। তবে এখন আন্দোলনমুখী কর্মসূচি নিয়ে বাস্তবে রূপায়িত করার কাজ চলছে। একসঙ্গে আন্দলন কর্মসূচির পর আমরা জোট নিয়ে ভাবব।’
এই বিষয়ে অবশ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জোটের থেকে আন্দোলন-সংগ্রামের ওপরেই জোর দেন বেশি। জোটের শক্তি বৃদ্ধি প্রসঙ্গে ফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘জোটের শক্তি বাড়ার কোন ব্যারোমিটার নেই। গায়ে জ্বর হলে তা মাপার যন্ত্র আছে। জোট মাপা যায় না। শক্তিবৃদ্ধি বিচার হয় আন্দোলন সংগ্রাম মধ্যে দিয়ে। তাই অবস্থা লক্ষ্য করলে তা বোঝা যাবে।’
কিছুদিন আগেই বিহারে ভোটে জোটে বড়সড় ধাক্কা খেয়েছে তেজস্বীর দল। কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে একেবারে ভরাডুবি হয়েছে বিহারে। তাই হয়তো দুই দলের নেতৃত্ব শেষ মুহূর্তে জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে পারেন। কিন্তু গতবার বিধানসভাতেও শেষ মুহূর্তে বাম কংগ্রেস জোট করে অনেকটাই ভালো ফল করেছিল কংগ্রেস। তবে এ রাজ্যেও জোট কতটা সফল হবে তা বলে দেবে ভবিষ্যৎ।