fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগদান সাংসদ দেবের

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের কার্যালয়ের সভা হলে ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বীরসিংহ উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান তথা পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল, জেলার পুলিশ সুপার দিনেশ কুমার, ঘাটালের সাংসদ দীপক কুমার অধিকারি ওরফে দেব, ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ বীরসিংহ উন্নয়ন পর্ষদের অন্যান্য সদস্যগণ। বৈঠকে উন্নয়ন পর্ষদ এর মাধ্যমে এলাকার পরিকাঠামোর উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।

জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন উন্নয়ন পর্ষদের বৈঠকে  ঘাটালের সাংসদ অভিনেতা দেব উপস্থিত ছিলেন । আগামী  ১১ ডিসেম্বর তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দুটি কর্মসূচিতে যোগদান করবেন।  ১১ ডিসেম্বর দাসপুরে দলীয় জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাংসদ দেব যোগদান করবেন। সেই সঙ্গে তিনি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় বীরসিংহ উন্নয়ন পর্ষদ এর বিভিন্ন কাজকর্ম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে । কোথায় কি কি উন্নয়ন মূলক কাজ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণপরিচয় এর  স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান  বীরসিংহ গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

 

সেই সঙ্গে বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করেছেন।ওই উন্নয়ন পর্ষদ এর মাধ্যমে ঘাটাল এলাকার উন্নয়নের কাজ করা হবে ।তাই বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগদান করার জন্য ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এসেছিলেন। ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেন বিদ্যাসাগর উন্নয়ন পর্ষদের সদস্য হিসাবে উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দিতে শুক্রবার  এসেছিলাম ।ওই বৈঠকে এলাকার উন্নয়নে কথা হয়েছে। আমি মানুষের পাশে রয়েছি । পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে  আরো কাজ হবে। উন্নয়ন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কমল-এর সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি বলে সাংসদ দেব জানান।

Related Articles

Back to top button
Close