RSS-র পুর্ব বর্ধমান জেলা সঙ্ঘচালকের প্রয়ানে শোকবার্তা সাংসদ আলুওয়ালিয়ার

জয়দেব লাহা, দুর্গাপুর: গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভুগছিলেন। সোয়াব টেস্টে কোভিড পজেটিভ রিপোর্ট আসে। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পুর্ব বর্ধমান জেলা সঙ্ঘচালক অলোক সাহা(৫৫)। সোমবার বিকালে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অলোকবাবুর বাড়ি বর্ধমান রথতলায়। পেশায় ব্যাবসায়ী ছিলেন।
গত তিন বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের জেলা সঙ্ঘচালকের দায়িত্বে ছিলেন। তার আগে জেলা কার্যবাহের দায়িত্বে ছিলেন। পরিবার সুত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। অলোকবাবুর অকাল প্রয়ানে শোকস্তব্ধ গোটা পরিবার। শোকাহত সকল স্বয়ংসেবক।
খবর পেয়ে শোকবার্তা পাঠিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি জানান,”ঈশ্বরের কাছে ওনার আত্মার শান্তি প্রার্থনা করি। এবং ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করি এই অপুরনীয় ও অসহনীয় কষ্ট সহন করার শক্তি ওনার পরিবারকে দিন।”