fbpx
কলকাতাহেডলাইন

হল কর্মীদের হয়ে কেন্দ্রকে সাওয়াল করলেন সাংসদ দেব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনলক ৪ পর্বের এসওপি-তেও বাদ সিনেমা হল থিয়েটর। অর্থাৎ সিনেমা হল ও থিয়েটার খোলা নিযে এখন ও কেন্দ্রের সবুজ সঙ্কেত মিলল না কেন্দ্রের কাছ থেকে। আর তা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সোশাল মিডিয়াতে কেন্দ্রের বিরুদ্ধে সওয়াল করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (দীপক আধিকারি)। তিনি বলেন, ‘আমি ভারত সরকারকে অনুরোধ করছি সিনেমা হল খোলানোর জন্য। এই পেশার সঙ্গে যুক্ত অসংখ্য কর্মী এবং তাঁদের পরিবার গত কয়েকমাস ধরে অর্থকষ্টে ভুগছেন। প্রকাশ জাভরেকরজিকে অনুরোধ করছি আপনারা এই নিয়ে দ্বিতীয়বার ভাবুন। সিনেমা হলগুলির পাশে দাঁড়ান।’

আনলক চার পর্বে একাধিক ক্ষেত্রে ছাড় দিলেন সিনেমা হল বা থিয়েটার খোলার অনুমতি দেয়নি কেন্দ্র সরকার। এই নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক গত জুলাই মাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। কিন্তু লাভের লাভ কিছু হয় নি। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ সিনেমা হল। তাই এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরের উদ্দেশ্যে টুইট করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব।

আরও পড়ুন:কেন্দ্রের নির্দেশ অমান্য লকডাউন বহাল রাখায় মমতাকে তোপ দিলীপ, রাহুলের

উল্লেখ্য, গত শনিবার রাতে লকডাউন ৪-এর গাইডলাইন প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই পর্যায়ে যেমন মেট্রো রেল চালু করার কথা বলা হয়েছে, তেমনি বলা হয়েছে অনুমতিসাপেক্ষে স্কুল খোলার কথাও। সেই সঙ্গে সামাজিক, শিক্ষামূলক, খেলাধুলো, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক সবরকম অনুষ্ঠান ২১ সেপ্টেম্বর থেকে করা যাবে। তবে তাতে ১০০ জনের বেশি লোকের জমায়েত করা যাবে না। তবে মাস্ক পড়ে, স্যানিটাইজার ব্যবহার করে, সামাজিক দুরত্ব বজায় রেখে করতে হবে

Related Articles

Back to top button
Close