পশ্চিমবঙ্গহেডলাইন
তৃণমূলের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে চাকদহে বাইক র্যালিতে সাংসদ জগন্নাথ সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট : বাইক র্যালিতে উত্তাল চাকদহ শহর। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে শাসক তৃণমূলের সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণ কে সচেতন করতে চাকদহ শহর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এক ঐতিহাসিক বাইক র্যালি-র আয়োজন করা হয়।
বিজেপির যুব কর্মীসহ দলের অন্যান্য গনসংগঠণের নেতা কর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে কর্মসূচি টি ব্যাপক ভাবে সাড়া জাগায় এলাকার জনমানসে। রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার নিজে বাইক র্যালিতে অংশগ্রহণের পাশাপাশি বাইক ড্রাইভ করার ঘটনায় বিশেষভাবে উজ্জীবিত হয় দলের নেতা কর্মীগণ।