fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তৃণমূলকে চিরতরে বিদায় দিয়ে সোনার বাংলা গড়ার ডাক সাংসদ জগন্নাথ সরকারের

শ্যামল কান্তি বিশ্বাস, নবদ্বীপ: শাসক তৃণমূলের অপশাসন সহ কাটমানির বিনিময়ে পরিবর্তনের এগিয়ে বাংলা নয়, তৃণমূলকে চিরতরে বিদায় দিয়ে সোনার বাংলা গড়ার ডাক নিলেন সাংসদ জগন্নাথ সরকার। আজ বিজেপির সাংগঠনিক জেলা নদীয়া উত্তর কেন্দ্রের দুটি কর্মসূচিতে যোগদান করেন জগন্নাথ বাবু।নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে নিখিল ভারত বাঙ্গালী উদ্বাস্তু সমন্বয় সমিতির, নাকাশিপাড়া ব্লক কমিটি আয়োজিত কর্মী সভা এবং অপরটি নবদ্বীপ ব্লক,২৫-ডেজপি-র উদ্দোগে ১৯৬ নং বুথ কমিটির ব্যবস্থাপনায় কোভিড-১৯ আক্রান্তদের সাহায্যার্থে রক্তদান শিবির।

নবদ্বীপ চর মাজদিয়া রথতলা বাজার সংলগ্ন তালুকদার প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জগন্নাথ বাবু বলেন, শাসক তৃণমূলের অপশাসনে বাংলার মানুষ বীতশ্রদ্ধ, রাজ্যের মানুষ এদের হাত থেকে নিস্তার চাইবে। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের মনে করিয়ে দেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান মায়াপুর তথা সমগ্ৰ নদীয়া জেলা আজ শাসক তৃণমূলের অপশাসনে কলুষিত। জগাই, মাধাইরা শাসনের নামে সন্ত্রাস চালাচ্ছে। এখানে আর কাজীর শাসন কোন অবস্থাতেই বরদাস্ত নয়। ২০২১ এর নির্বাচনে এদের পরাজিত করে চৈতন্য মহাপ্রভুর ভক্তি ও ভালবাসার শাসনের পূনঃ প্রতিষ্ঠা ঘটবে, শুধু মাত্র সময়ের অপেক্ষা। নদীয়ার দুটি সভাতেই ভীড় উপচে পড়ে। দলীয় কর্মী সমর্থক সহ সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Back to top button
Close