শ্রমজীবী আদিবাসী মহিলাকে দিয়ে বাড়ির পুজো উদ্বোধন করালেন সাংসদ জগন্নাথ সরকার

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : মাতৃ আরাধনায় সাংসদ জগন্নাথ সরকার। করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে নদীয়ার শান্তিপুরে নিজের বাড়িতেই এবার দূর্গা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। কলকাতা হাইকোর্টের যাবতীয় নির্দেশাবলী কে মান্যতা দিয়ে অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যদিয়েই এবারের আয়োজন। আজ মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় এলাকার প্রবীণা আদিবাসী নাগরিক অসীমা গাচোরিয়া এবং পুচা মুন্ডার উপস্থিতি ও আতিথ্যেয়তা গ্ৰহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। ফিতে কেটে পূজা মন্ডপের দ্বারোদঘাটন করেন প্রবীণা আদিবাসী নাগরিক শ্রীমতি অসীমা গচোরিয়া। সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতের নির্দেশ অনুযায়ী পঁচিশ জন মহিলার উপস্থিতিতে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন এলাকার ভক্তপ্রাণ নাগরিকবৃন্দ।ফিতে কেটে দ্বারোদঘাটন পর্ব শেষ হওয়ার পর ই শুরু হয় দ্বিতীয় পর্ব অর্থাৎ বস্ত্র বিতরন কর্মসূচী।
আরও পড়ুন: ‘রাজ্য সরকার আমাদের সঙ্গে প্রতারণা করল’, ক্ষুব্ধ নিহত পুলিশ অফিসার অমিতাভর পরিবার
সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর নাগরিক বৃন্দের মধ্যে পূজা বস্ত্র বিতরণের মধ্যদিয়ে এলাকার জনমানসে ব্যাপক সাড়া ফেলে দেন সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু তার সংক্ষিপ্ত ভাষণের মধ্যদিয়ে উপস্থিত সমস্ত অতিথি বর্গ কে স্বাগত জানানোর পাশাপাশি সকলকে বরণ করে নেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা, সংগঠনের রাজ্য কমিটির সদস্য অনল বিশ্বাস।