মহা সপ্তমীর সন্ধ্যায় বাদকুল্লায় জলছত্র উদ্বোধনে সাংসদ জগন্নাথ সরকার

শ্যামলকান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় নদিয়া তথা পার্শ্ববর্তী জেলা সমূহের মধ্যে ধারাবাহিকভাবে শারদ উৎসবে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনকারী গঞ্জশহর বাদকুল্লায় দর্শনার্থীদের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে জলছত্রের উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার। কলকাতা উচ্চ আদালতের নির্দেশেকে মান্যতা দিয়ে স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ অনুসরণের মধ্য দিয়ে বিজেপি, বাদকুল্লা মন্ডলের উদ্যোগে আজকের এই জলছত্র কর্মসূচীর উদ্বোধন বলে জানালেন সাংসদ জগন্নাথ সরকার।
২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ই জনসংযোগ বৃদ্ধির প্রয়াসে নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করেছে। রাজ্যের শাসক বিরোধী প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি, আগ্ৰাসী মনোভাব নিয়েই রাজনৈতিক ময়দানে লড়াইয়ের জন্য নেমেছে বলে দাবি ব্লকের অন্যতম বিজেপি নেতা এক্স ডি,সি (সীমান্ত রক্ষী বাহিনী) সুনীল কুমার বিশ্বাসের। আজ সকাল থেকেই ঝিরঝির বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের চরম অস্বস্থিতে ফেলেছিল প্রকৃতি। এর মধ্যেও সামাজিক দূরত্ব মেনে দর্শনার্থীরা পুজো মণ্ডপে আসে।