ব্যস্ততার মাঝেও ফোঁটা নিলেন সাংসদ জগন্নাথ সরকার
সকলকে শুভেচ্ছা জানালেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: আজ ভাইফোঁটা। ভাই-বোনের বন্ধন অটুট রাখতে আজ, বোনেদের কাছ থেকে ভাইয়েরা ফোঁটা নেবে এবং ভাইয়েরা সুন্দর সুন্দর উপহার তুলে দেবে বোনেদের হাত। ঐতিহ্যের পরম্পরা ভাইফোঁটা অনুষ্ঠানে সামিল সাংসদ জগন্নাথ সরকার, তিনি ফোঁটা নিলেন, একই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলকে শুভেচ্ছা জানালেন বিধায়ক আশীষ কুমার বিশ্বাস, তিনি এক শুভেচ্ছা বার্তায় সকলের শুভ কামনা করেছেন।
আজ একই দিনে ভাই ফোঁটা এবং কার্তিক পুজো, ফলে উৎসব আবহে মেতে উঠেছে বাংলা। গতকাল বিকেল থেকেই কেনাকাটার ভিড় ছিল চোখে পড়ার মতো। বোনদের বাজার ঘাট করার ব্যস্ততা, ভাইদের উপহার সামগ্রী কেনার জন্য জুয়েলারী কিংবা পোশাক পরিচ্ছদের দোকানে লম্বা লাইন, কোন দৃশ্যই চোখকে এড়াতে পাড়েনি। সকাল থেকেই ভাই-বোনের মহা প্রীতির অনুষ্ঠান শুরু হয়েছে। বোন, ভাইকে ফোঁটা দিচ্ছে,ভাই বোনের হাতে উপহার তুলে দিচ্ছে।সৌভ্রাতৃত্বের মহা মেলবন্ধনে উৎসব মুখর বাংলা।