fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কল্যাণী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সাংসদ জগন্নাথ সরকার

শ্যামলকান্তি বিশ্বাস, কল্যাণী: নিজের বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে ফেলে আসা স্মৃতির রোমন্থন করলেন সাংসদ জগন্নাথ সরকার। ছাত্রাবস্থায় পঠনপাঠন কালের অনেক ঘটনাই আজ স্মৃতির মণিকোঠায় দানা বাঁধছিল। সেই মাঠ, যেন সেই সবুজ ঘাস, দেওয়ালের রং গুলো হয়তো একটু আলাদা, একই আবহাওয়া, বাতাসে এক ই গন্ধ বিরাজ করছে। দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সহ আধিকারিকদের সঙ্গে কথা হল। ঘুরে দেখালেন পরিবর্তিত সমস্ত অবস্থানগুলি।

আরও পড়ুন: ‘আমরা জিতে গেছি, জালিয়াতি গণনা বন্ধ হোক, সুপ্রিম কোর্টে যাব’, বিস্ফোরক ট্রাম্প

ছাত্র ছাত্রীরা এগিয়ে এসে প্রাক্তনী তথা সাংসদকে সাদরে বরণ করে নিল। কথা হল, সকলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত গঠনমূলক আলোচনার পাশাপাশি একান্তে আড্ডাও হল দীর্ঘক্ষণ। জগন্নাথ বাবু এলেন, দেখলেন এবং সকলের মন জয় করেই ফিরলেন।

Related Articles

Back to top button
Close