রানাঘাট, কালিনারায়ণপুর, পানিখালিতে সাংসদ জগন্নাথ সরকারের মন্ডল ভিত্তিক বিধানসভা প্রস্তুতি বৈঠক

শ্যামল কান্তি বিশ্বাস, রানাঘাট: ১ ডিসেম্বর বিধানসভা ভিত্তিক চারটি মন্ডলের সাংগঠনিক বৈঠক সারলেন সাংসদ জগন্নাথ সরকার। প্রথমটি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ৪১-এ জেলা পরিষদ মন্ডল, দ্বিতীয় বৈঠক রানাঘাট দক্ষিণ শহর মন্ডল, তৃতীয় বৈঠক রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের ৩১ নং জেড পি-র কালিনারায়নপুর মন্ডল এবং সবশেষে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের পানিখালির ৩৭ নং জেড পি মন্ডলের কর্মী বৈঠক। প্রতিটি বৈঠকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। কালিনারায়ণ পুরের সাংগঠনিক সভামঞ্চ থেকে এলাকার বেশ কিছু তৃণমূল সহ সিপিএম সমর্থক বিজেপিতে যোগদান করেন। সাংসদ জগন্নাথ সরকার সকলের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন।
আরও পড়ুন: উদ্বাস্তুদের নিয়ে তৃণমূলের নোংরা রাজনীতির অধ্যায় শেষ হতে চলেছে: সায়ন্তন বসু
জগন্নাথবাবু দলীয় কর্মসূচি প্রতিটি বিধানসভায় মন্ডল ভিত্তিক কর্মী বৈঠকে একের পর এক ঝড় তুলে চলেছেন। প্রতিদিনের বিরামহীন কর্মসূচিতে উজ্জীবিত দলের নেতা-কর্মীগণ, পাশাপাশি জনসংযোগ হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি।