fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আমফান ঝড়ে বিধ্বস্ত বারুইপুর,সোনারপুর সহ ভাঙড় পরিদর্শনে সাংসদ মিমি চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: করোনা আতঙ্কে বন্দিদশা কাঁঠিয়ে এবার ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুক্রবার সকাল থেকেই বারুইপুর,সোনারপুর সহ ভাঙড়ের বিভিন্ন উপদ্রুত এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করেন সাংসদ মিমি।এদিন তিনি বার্তা দেন রাজনীতির উর্ধ্বে উঠে মানুষ কে সাহায্য করতে হবে।

আরও পড়ুন: কয়লা শিল্পে বেসরকারিকরণের প্রতিবাদ, দেশ জুড়ে ধর্মঘটের ইঙ্গিত 

এদিন মিমি চক্রবর্তী বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মহাকুমা শাসক সহ প্রশানিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন।এর পাশাপাশি বারুইপুর ফুলতলায় বিডিও অফিসে গিয়েও বিডিওর সঙ্গে দেখা করে বারুইপুর এলাকায় কি কি ক্ষতি হয়েছে তার খোঁজখবর নেন। এর পাশাপাশি এদিন মিমি ভাঙড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। আরাবুল ইসলাম, অহিদুল ইসলাম সহ অহেদালি শেখদের নিয়ে ভাঙড়ের বিভিন্ন ক্ষতিগ্রস্হ এলাকায় গিয়ে সরেজমিনে ক্ষতিয়ে দেখেন। এর পাশাপাশি ভোজেরহাটে যুব নেতা অহিদালি শেখ এর ব‍্যাবস্হাপনায় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী সহ ত্রিপোল তুলে দেন সাংসদ মিমি।

Related Articles

Back to top button
Close