fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সিএএ-র সমর্থনে সাংসদ শান্তনু ঠাকুরের ঐতিহাসিক মহা সমাবেশের প্রস্তুতি বগুলায়

শ্যামলকান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: সিএএ আইন পাস হওয়া সত্ত্বেও কার্যকর হওয়ায় ক্ষেত্রে কেন্দ্রের গড়িমসিতে যথেষ্ট বিড়ম্বনায় মতুয়া সম্প্রদায় সহ পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু সমাজ। বিষয়টি নিয়ে মতুয়া মহা সংঘের অভ্যন্তরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি বার বার সামনে আসায়, সাংসদ শান্তনু ঠাকুর ইতিমধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দরবারও করেছেন। সার্বিক পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে মতুয়া ভক্তবৃন্দ সহ জনসমক্ষে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি জনসংযোগ স্থাপনের লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর নদিয়া জেলার বগুলা শ্রীকৃষ্ণ কলেজ ময়দানে মহা সমাবেশের ডাক দিয়েছেন।

আরও পড়ুন: ডিজিটাল প্রচারের মাধ্যমে ব্যক্তিগত পরিসরে স্থান নির্বাচনের আহ্বান ডালমিয়া সিমেন্ট সংস্থার

আগামী ১৯ নভেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হবে এই মহতি কর্মযজ্ঞ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নদিয়া জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই মহা সমাবেশে প্রধান বক্তা, সংঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুর নিজে সহ সহোদর সুব্রত ঠাকুর উপস্থিত থাকবেন। বগুলা কলেজ মাঠে আয়োজিত সমাবেশের শুরুতে মুড়াগাছা বাজার থেকে মতুয়া ভক্তবৃন্দের এক ঐতিহাসিক মহা মিছিল বগুলা বাজার পরিক্রমার মধ্যদিয়ে কলেজ মাঠের মূল মঞ্চে প্রবেশ করবে বলে জানিয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হাঁসখালি ব্লক কমিটির ভাইস প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা সুনীল কুমার বিশ্বাস।

Related Articles

Back to top button
Close