সংসদীয় এলাকায় রেল পরিষেবা উন্নয়নের দাবি সাংসদের

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রামঃ আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এলাকার রেল পরিষেবা উন্নয়নের জন্য ১৬ দফা দাবি জানিয়ে বৈঠক করলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার বিভাগের সহকারী বিভাগীয় রেল ম্যানেজারের সাথে। শনিবার আলিপুরদুয়ারের সাংসদ সহাকারি বিভাগীয় রেল ম্যানেজারের আলিপুরদুয়ার জংশন দফতরে যান এবং দশ দফা দাবি সম্বলিত পত্রটি তুলে দিয়ে বৈঠক করেন।
দীর্ঘ আলোচনার পর আলিপুরদুয়ারে দলীয় কার্যালয়ে এসে সাংসদ রেল মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দাবিগুলি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। দলিয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংসদ জানান এদিনের দাবী গুলি নিয়ে সহকারি বিভাগীয় রেল ম্যানেজারের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। দাবি গুলির মধ্যে রয়েছে বৌদ্ধ তীর্থযাত্রীদের জন্য আলিপুরদুয়ার জংশন থেকে গয়া পর্যন্ত বিশেষ ট্রেন চালু, ফালাকাটা স্টেশনে দক্ষিণ ভারতগামী গৌহাটি বেঙ্গালুরু, গৌহাটি সেকেন্দ্রাবাদ ও গৌহাটি হাওড়া গামী সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ প্রদান, ডুয়ার্স রূট হয়ে আলিপুরদুয়ার জংশন থেকে বেঙ্গালুরু পর্যন্ত নতুন ট্রেন চালু বানারহাট ও মাদারীহাট স্টেশনে কলকাতা গামী কাঞ্চনকন্যা ট্রেনের স্টপেজ প্রদান, কামাক্ষ্যাগুড়ির ঘোড়ামারা লেভেল ক্রসিং এ ফ্লাই ওভার নির্মান সহ আরও এক গুচ্ছ দাবি। সহকারি বিভাগীয় রেল ম্যানেজার জানান দাবীগুলো বিবেচনার জন্য তিনি রেল বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।