fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

জালিয়াতির অভিযোগ খারিজ ফেডারেল আদালতে, সুপ্রিম কোর্টে যাওয়ার হুশিয়ারি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভোট জালিয়াতির অভিযোগে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভানিয়ায় ট্রাম্পের আইনজীবী যে মামলা করেছিল, তা খারিজ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। শনিবার আদালত জানিয়েছে, ‘ভোট জালিয়াতির অভিযোগের বিপরীতে কোনও সুস্পষ্ট তথ্যপ্রমাণ নেই।’ এরফলে, নির্বাচনের ফল বদলে দেওয়ার জন্য যেসব আইনি লড়াই চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা এদিন মুখ থুবড়ে পড়ল। একইসঙ্গে পেনসিলভেনিয়ায় জো বাইডেনের জয়ের সরকারি স্বীকৃতির উপর স্থগিতাদেশ আনার জন্য যে চেষ্টা করেছিলেন ট্রাম্প, তা এদিন কাজে লাগল না।

এদিন বিচারকরা জানান, ‘অন্যায়ের অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচনকে অন্যায্য বললেই তা অন্যায্য হয়ে যায় না।’ এর আগে এই মামলায় নিম্ন আদালত রিপাবলিকান শিবিরের বিরুদ্ধে রায় দেওয়ায় তারা অ্যাপিলস কোর্টে অভিযোগ করেছিল যে, তারা বৈষম্যের শিকার। সেই প্রসঙ্গে অ্যাপিলস কোর্টের বিচারকেরা কার্যত কটাক্ষ করে বলেছেন, ‘বৈষম্যের কোনও রাসায়নিক ক্ষমতা নেই শিসাকে সোনায় রূপান্তরিত করার।’

আরও পড়ুন- নাইজেরিয়ায় ৪৪ জনের শিরোচ্ছেদ করল বোকো হারাম

উল্লেখ্য, গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। আর, ভোট জালিয়াতির অভিযোগ তুলে ও নিজেকে জয়ী দাবি করে একাধিক রাজ্যে মামলা করেছিলেন ট্রাম্প। কিন্তু, এখন পর্যন্ত মামলার সবকটিতেই হারলেন তিনি। তবে এদিন ফেডেরাল আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এ ব্যাপারে নতুন আবেদন করলেও কোনও লাভ হবে না। কিন্তু, তারপরও হাল ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে, এই মামলা খারিজ হওয়ার অভিযোগের বিষয়ে আপিল করতে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন।

ট্রাম্পের আইনি দলের অন্যতম সদস্য জেনা এলিস জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। টুইটে তিনি লিখেছেন, ‘পেনসিলভেনিয়ার বিচারবিভাগ এখনও ব্যাপক ভোট চুরির অভিযোগ লুকিয়ে যাচ্ছে। এবার সুপ্রিম কোর্টে যাব।’ যেখানে হোয়াইট হাউসে সম্মিলিত সাংবাদিকদেরও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আপনাদের সবাইকে বুঝতে হবে, এই নির্বাচনে প্রতারণা হয়েছে।’ সেই পরিপেক্ষিতেই ট্রাম্প আশা করছেন, সুপ্রিম কোর্টের নয় বিচারপতির মধ্যে তার ঘরানার বিচারপতির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেখানে গেলে তিনি সুবিচার পাবেন।

Related Articles

Back to top button
Close