fbpx
কলকাতাহেডলাইন

করোনা বধে কামান দাগবে মুদিয়ালি

শরণানন্দ দাস, কলকাতা: করোনাসুর বধ হবে মুদিয়ালিতে। না না এটা পুজোর থিম নয়। এবার দুর্গাপুজোয় সত্যিকারের ‘ করোনা ক্যানন’ বসানো হবে। এতদিন পর্যন্ত মশা মারতে কামান দাগার কথা শুনেছেন। এবার দেখবেন করোনা মারতে কামান দাগা হয় কীভাবে। মুদিয়ালি দুর্গাপুজো কমিটি করোনা কামান বসাবে পুজো মণ্ডপে।

এটা স্পষ্ট এবারের দূর্গা পুজো অন্যবারের মতো হবে না। কারণ এবার পরিস্থিতি আলাদা। করোনার সংক্রমণ থামার নাম নেই। নাছোড় ভাইরাস দুনিয়া ছেড়ে যেতে চাইছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীও মজার ছলে বলে দিয়েছেন, করোনাকে পাশবালিশ করে ফেলতে হবে। অর্থাৎ ভাইরাস যাচ্ছে না এখনই। আমাদেরই সতর্ক থাকতে হবে। করোনাকে জব্দ করা না গেলে নিজেদের সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে।

মুদিয়ালি পুজো কমিটি সত্যিই করোনা তাড়াতে কামান বসাচ্ছে। কী এই করোনা ক্যানন! এটি আসলে করোনা তাড়ানোর কামান। প্রায় ১০০০ বর্গফুট এলাকায় করোনা ভাইরস ধ্বংস করতে পারে এই ক্যানন। কামানের মতো দেখতে এই মেশিন হাইপারচার্জ হাই ভেলোসিটি ইলেক্ট্রন তৈরি করে এবং সেটি এস প্রোটিনের সঙ্গে নেগেটিভ বা নেতিবাচক শক্তি হিসাবে বিক্রিয়া করে জীবাণু ধ্বংস করে।

আরও পড়ুন: সোমবার ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক সংগঠনের

ঘটনা হল পুলিশ-প্রশাসন পুজো কমিটিগুলির কাছে জানতে চাইছে, করোনা মোকাবিলায় কী কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই পরিস্থিতিতে মুদিয়ালি ক্লাবের পরিকল্পনা করোনা ক্যানন বসানোর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্যানিটাইজার টানেল বসানো যাবে না। তা না হলে মুদিয়ালি পুজো কমিটি আগে স্যানিটাইজার টানেল বসাবে বলেই ঠিক করেছিল। এমনিতেই এবার বাজেটে টান। তবুও দর্শকদের স্বাস্থ্য সুরক্ষার দায়-দায়িত্ব মেনে  ইমপোর্ট করা করোনা ক্যানন বসাচ্ছে মুদিয়ালি পুজো কমিটি। সত্যিই এবার করোনা সুর বধ পালা পুজোর পাঁচ দিন অভিনীত হবে মুদিয়ালিতে।

Related Articles

Back to top button
Close